চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৭:৪৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

অসদাচরণ ও পলায়নের অভিযোগে অভিযুক্ত হয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হচ্ছেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাফিজ আল ফারুক।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাব এসেছে।
এতে বলা হয়েছে, হাফিজ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত গত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এই কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ২(খ) ও ২ (চ) বিধি অনুসারে যথাক্রমে 'অসদাচরণ ও 'পলায়ন -এর আওতাভুক্ত এবং একই বিধিমালার ৩(খ) ও ৩(গ) বিধি অনুসারে যথাক্রমে 'অসদাচরণ ও 'পলায়ন -এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।
তাকে বরখাস্তের প্রস্তাবনায় বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুসারে যথাক্রমে 'অসদাচরণ ও পলায়ন অভিযোগে তাকে গত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তকরণের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আমার বার্তা/এমই