মডেল মসজিদের সভাপতি হবেন সরকারি কর্মকর্তারা: উপদেষ্টা খালিদ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

দেশের সব মডেল মসজিদের সভাপতির দায়িত্ব পালন করবেন সরকারি কর্মকর্তারা বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা আ. ফ.ম খালিদ হোসাইন।

শুক্রবার (১৮ জুলাই) নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।

এর আগে. গত শুক্রবার খুলনায় ইমাম সমাবেশে উপদেষ্টার দেওয়া এক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। যেখানে উপদেষ্টার বক্তব্য হিসেবে প্রচার করা হয়, সারা দেশের সব মসজিদের সভাপতি হবেন সরকারি কর্মকর্তারা। অনেকেই এমন বক্তব্যের সমালোচনা করায় রাতেই নিজের ফেসবুক পেজে পোস্ট করেন ধর্ম উপদেষ্টা।

পোস্টে তিনি লিখেছেন, খুলনায় ইমামদের এক সমাবেশে প্রদত্ত বক্তব্য মিডিয়ায় যথাযথভাবে উপস্থাপিত হয়নি।

উপদেষ্টা আরও লিখেছেন, মডেল মসজিদগুলো নির্মাণ ও পরিচালনা সম্পূর্ণ সরকারের অর্থায়নে। সুতরাং এর নিয়ন্ত্রণভার থাকবে সরকারের হাতে।

তিনি বলেন, অপর দিকে সারা দেশে ছড়িয়ে থাকা ৩ লাখ বেসরকারি মসজিদের কমিটি, সভাপতি, সেক্রেটারি কে হবেন তা নির্ধারণ করবেন মুসল্লি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা। ডিসি অথবা ইউএনও সভাপতি হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ এসব মসজিদ তো বেসরকারি। সরকার এসব মসজিদের ব্যয়ভার বহন করে না। তবে কোনো কমিটির সঙ্গে ইমাম, খতিব ও মুয়াজ্জিনের যদি বিরোধ দেখা দেয় বা সংকট তৈরি হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি বিষয়টি নিরসনের জন্য প্রশাসনের সহযোগিতা নিতে পারবেন। এটাই হলো মূল প্রতিপাদ্য।

সারা দেশের শুধু মডেল মসজিদগুলোর সভাপতি হবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা ভিন্ন ধর্মের অনুসারী হলে মুসলিম এডিসি বা মুসলিম এসি ল্যান্ড দায়িত্ব পালন করবেন। মহিলা হলেও একই নিয়ম হবে বলেও তিনি জানান।


আমার বার্তা/জেএইচ