পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে সেনাবাহিনীও কাজ করবে: আব্দুল হাফিজ
প্রকাশ : ২১ মে ২০২৫, ১৬:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আসন্ন ঈদুল আজহায় পশুবাহী গাড়িতে চাঁদাবাজির অভিযোগ জানাতে হটলাইন চালু করা হবে।
বুধবার (২১ মে) সচিবালয়ে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ ও চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
লে. জে. (অব.) আব্দুল হাফিজ বলেন, ভুক্তভোগীদের অভিযোগের জন্য সচিবালয় এবং সব বিভাগীয় শহরে নতুন একটি হটলাইন চালু করা হবে। এ ক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এ সময় চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গত বছরের চেয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, চামড়া মজুত কিংবা ব্যবস্থাপনায় কোনোভাবেই যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে, সে জন্য তৎপর সরকার। এ বছর চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এতিমখানা এবং মাদ্রাসায় বিনা মূল্যে লবণ সরবরাহ করা হবে।
আমার বার্তা/এল/এমই