পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ছুটিতে, দায়িত্ব নিচ্ছেন নজরুল ইসলাম
প্রকাশ : ২১ মে ২০২৫, ১০:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

পররাষ্ট্র সচিবের পদ থেকে জসীম উদ্দিনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, তাই তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো একটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা।
মঙ্গলবার (২০ মে) বিকেলে নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন তারা। এতে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের (১৫তম ব্যাচের) একজন কর্মকর্তাকে পররাষ্ট্র সচিব করা হতে পারে। সেই হিসেবে ধারণা করা হচ্ছে- ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম। এর আগে তিনি বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আভাস মতে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন। তিনি কয়েক মাস ছুটিতে থাকবেন। তার ছুটিতে যাওয়ার বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এর আগে, গত রোববার নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার পররাষ্ট্র সচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তাই জসীম উদ্দিন আর পররাষ্ট্র সচিব পদে থাকছেন না।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে গত ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেন। এর আগে, জসীম উদ্দিন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ১৯৭১ সালে স্বাধীনতার পরে গত পাঁচ দশকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পদে নিয়োগের এক বছর কিংবা তার চেয়ে কম সময়ের মধ্যে কাউকে সরিয়ে দেওয়ার নজির রয়েছে মাত্র তিনটি। এর মধ্যে ১৯৭২ সালে পররাষ্ট্র সচিব সৈয়দ আনোয়ারুল করিমকে নিয়োগের ছয় মাসের মধ্যে সরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া, ১৯৮৯ সালে চার মাসের মাথায় এ কে এইচ মোরশেদকে সরানো হয় এবং ২০০১ সালে সৈয়দ মোয়াজ্জেম আলীকে পররাষ্ট্রস চিবের পদ থেকে পাঁচ মাসের মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল।
আমার বার্তা/জেএইচ