ভারতের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতার সুযোগ: আসিফ
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৮:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সম্প্রতি বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানিতে ভারতের দেওয়া নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, 'ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।'
মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত 'যুব সমাবেশ ২০২৫'-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, 'আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এই নিষেধাজ্ঞায় আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে। কারণ ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। তবে অবশ্যই যেহেতু এটা একটা হঠাৎ সিদ্ধান্ত এসেছে, সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।'
এছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে চলমান আন্দোলন ইস্যুতে এই উপদেষ্টাকে দোষারোপ করা প্রসঙ্গে তিনি বলেন, 'আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসলে লাভ নেই।'
তিনি বলেন, 'যখন সরকার কাজ করে তখন সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, বিশেষ করে এ ধরনের বড় ডিসিশন, একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই।'
তিনি আরও বলেন, 'আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং আদালতের বিচারাধীন বিষয়, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসলে লাভ নেই। আদালতের যেই আইনি লড়াই সেটি লড়তে হবে। যেই জটিলতাগুলো আছে সেই বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি, যেহেতু আইন মন্ত্রণালয় এবিষয়ে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌছাতে পারব।'
এসময় তিনি বলেন, 'বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, আজকে আমরা দেখলাম যে শুনানি আছে। কাজেই আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। যেই বিষয়টি নিয়ে আন্দোলন চলছে, সেটির যেই মামলা ছিল সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়েও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না।'
আসিফ মাহমুদ বলেন, 'যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, মেয়াদ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়েও মতামত চেয়েছি, এবং আমরা জানতে পেরেছি একটা রিট পিটিশন হয়েছে, আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি। ওই রিট পিটিশনের শুনানি আজ হওয়ার কথা। তো একদিকে বিচারাধীন আরেকদিকে যেসব আইনি জটিলতা সৃষ্টি হয়েছে, সেগুলোর সমাধান হলেই আমরা কোনো একটা সিদ্ধান্ত দিতে পারব।'
আমার বার্তা/এমই