দেশে থাকা ১ লাখ কোটি ও বিদেশে থাকা ৪২ হাজার কোটি বাজেয়াপ্ত

পলাতক পাচারকারীদের

প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৪:৪৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

পলাতক পাচারকারীদের দেশে ফেলে যাওয়া ১ লাখ ৩০ হাজার ৭৫৮ কোটি টাকা ও বিদেশে থাকা ৪২ হাজার ৬১৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১৯ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব আরও জানান, বিদেশে থাকা পাচারকারীদের ২০ দশমিক ৭৮ মিলিয়ন ডলার মূল্যের অস্থাবর সম্পদও জব্দ করা হয়েছে।


আমার বার্তা/জেএইচ