প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের শুভেচ্ছা বিনিময়
প্রকাশ : ১০ মে ২০২৫, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতা ও বৌদ্ধধর্মগুরুরা।
শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, এবারের বুদ্ধ পূর্ণিমা এমন এক সময়ে উদযাপিত হচ্ছে যখন প্রভু বুদ্ধের শিক্ষার শান্তি, সম্প্রীতি এবং ঐক্যের বিকল্প নাই এই শিক্ষা অন্য যে কোনও সময়ের চেয়ে প্রাসঙ্গিক। এই শুভদিন উপলক্ষে, আমি কামনা করি যে মানবতা হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার পথ বোঝাপড়া, করুণা এবং আনন্দে আলোকিত হোক।
এসময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই