এইচডব্লিউপিএলের শান্তি উদ্যোগে বাংলাদেশের সমর্থন জানালেন কোরিয়ায় রাষ্ট্রদূত
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১০:১৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সংস্থা হেভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস, রিস্টোরেশন অব লাইট (এইচডব্লিউপিএল)-এর কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। সম্প্রতি সিউলের বাংলাদেশ দূতাবাসে এইচডব্লিউপিএল প্রতিনিধিদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই মতামত জানান।
রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ একটি শান্তিকামী ও মানবাধিকারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেওয়া দেশ। এইচডব্লিউপিএলের দর্শন ও উদ্যোগ অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং মহৎ। আমি কোরিয়া ও বাংলাদেশে সংস্থাটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা ও উৎসাহ প্রদান করবো।”
বৈঠকে এইচডব্লিউপিএল প্রতিনিধিরা বাংলাদেশে শান্তি-সম্পর্কিত কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে, ‘ডিক্লারেশন অব পিস অ্যান্ড সেসেশন অব ওয়ার’ (DPCW) জাতিসংঘে প্রস্তাব আকারে উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশে সিভিল সোসাইটি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে কার্যকর অংশীদারিত্বের আশ্বাস দেন।
এইচডব্লিউপিএল জানায়, উক্ত বৈঠকটি বাংলাদেশে শিক্ষা, আইন ও সংস্কৃতিসহ শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। সংস্থাটি একটি টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তুলতে যৌথ প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করছে।
আমার বার্তা/জেএইচ