সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক সেই মামুন বরখাস্ত

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১৪:৪৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দুদকের মামলায় চার্জশিট

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার্জশিট আদালত থেকে গ্রহণ করায় তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় চার্জশিট আদালত থেকে গৃহীত হয়েছে। তাকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক ১৭.০২.২০২৫ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও এতে উল্লেখ করা হয়।


আমার বার্তা/এমই