আগামীকাল কুয়েটে যাবে ইউজিসির প্রতিনিধিদল: মাহফুজ আলম
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৭:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আগামীকাল বুধবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে ইউজিসির প্রতিনিধিদল। সরেজমিনে তারা পরিস্থিতি পর্যালোচনা করবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি ফেসবুকে লিখেছেন, কুয়েটের শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা হয়েছে।
উনি ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে কুয়েটে যাবে। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
ভিসির পদত্যাগ দাবিতে অনশন করছেন কুয়েটের কয়েকজন শিক্ষার্থী।
গতকাল সোমবার থেকে অনশন শুরু করেন তারা। আজ সকালে কুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এসে ফের তাদের অনশন থেকে সরে আসার আহ্বান জানালে শিক্ষার্থীরা এবারও তা প্রত্যাখ্যান করেন।
এক রাতের অনশনে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়। ছেলের অনশনের কথা শুনে অপর একজনের মা অসুস্থ হয়ে পড়লে তাকেও বাসায় পাঠিয়ে দেন সহপাঠীরা।
বাকি ২৯ জন শিক্ষার্থী এখনো অনশনে আছেন। কুয়েটের ছাত্র কল্যাণ পরিষদ চত্বরে তারা রাতে মশারি টানিয়ে অনশন পালন করেন।
আমার বার্তা/এমই