বাংলাদেশে ফ্লাইট চালু করতে চায় পাকিস্তানের এয়ার সিয়াল
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

‘ফ্লাই জিন্নাহ’র পর এবার আরেকটি পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার সিয়াল’ বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিনি গণমাধ্যমকে বলেন, এয়ার সিয়াল আমাদের কাছে ফ্লাইট চালুর জন্য আবেদন করেছে। আমরা বিষয়টি বিবেচনা করছি।
এ বিষয়ে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসাইন বলেন, ফ্লাই জিন্নাহ বর্তমানে তাদের বহর সম্প্রসারণের অপেক্ষায় রয়েছে। তবে অনুমোদন পেলে এয়ার সিয়াল দুই মাসের মধ্যে ঢাকায় তাদের ফ্লাইট চালু করতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হলে তা পর্যটন খাতকে উৎসাহ দেবে এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে।
এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ। সেদিন তিনি ‘পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে’ দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, সবশেষ ২০১৮ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট পরিচালনা করত। তবে যাত্রীসংখ্যা কম হওয়া ও আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে পিআইএ সে রুটে ফ্লাইট বন্ধ করে দেয়। নতুন করে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সামনে আনে ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফপিসিসিআই)।
পরে গত ১২ জানুয়ারি ঢাকায় অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন এফপিসিসিআই সভাপতি আতিফ ইকরাম। সে সময় তিনি বলেন, পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। তবে ভিসা জটিলতা ও সরাসরি ফ্লাইট না থাকায় তারা তা বাস্তবায়নে বাধার মুখে পড়ছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের আগস্টে যাত্রা শুরু করে এয়ার সিয়াল। সংস্থাটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে যাত্রী ও মালামাল পরিবহনের জন্য লাইসেন্সপ্রাপ্ত একটি বিমান সংস্থা।
আমার বার্তা/জেএইচ