ভিসা জালিয়াতি করলে চিরতরে বন্ধ হবে যুক্তরাষ্ট্রের দরজা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৪:২১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ভিসা জালিয়াতি নিয়ে ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস বলেছে, ভিসা জালিয়াতি করলে স্থায়ীভাবে বাতিল হতে পারে।
রোববার (১৩ এপ্রিল) মার্কিন দূতাবাসের ফেসবুকে এক পোস্টে এই বার্তা দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। মিথ্যা বলা বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় আপনার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। এর অর্থ আপনি আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
আমার বার্তা/জেএইচ