শওকতের নিয়োগ বাতিল, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:০২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে মো. শওকত হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ পদে নতুনকরে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি  মো. রইছ উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে মো. শওকত হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, ১৯৮০ এর ধারা-৫ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি মো. রইছ উদ্দিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে।


আমার বার্তা/এমই