বিডিআর নাম ফেরানোর দাবি ভুক্তভোগী জওয়ান পরিবারগুলোর

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিবর্তন করে আগের নাম বাংলাদেশ রাইফেলস (বিডিআর) পুনঃস্থাপনসহ আট দাবি জানিয়েছেন কারা নির্যাতিত জওয়ানদের পরিবারের সন্তানেরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরা হয়।

বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো তুলে ধরেন বিডিআর সন্তান মো. আব্দুল্লাহ আল মামুন।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে: ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল; ১৬ বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি; হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত; নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটন করে দোষীদের শাস্তি দেওয়া; বিডিআর সদস্যদের (আনুমানিক ১৮ হাজার ৫২০ জন) চাকরিতে পুনর্বহাল; সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ (বেতন, ভাতা ও পেনশন) ও পুনর্বাসন এবং ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আগে বর্তমান বিজিবির নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)। স্বাধীনতার পর ১৯৭২ সালে এর নাম হয় ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের পর ২০১১ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’