সাবেক ডিএমপি প্রধান মাইনুল ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদ্য সাবেক কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত ডিএমপির সাবেক পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ৬ আগস্ট ডিএমপির কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পান মো. মাইনুল হাসান। এর সাড়ে তিন মাসের মাথায় তাকে পুলিশ সদর দপ্তরে বদলি ও এবার তাকে ট্যুরিস্ট পুলিশে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হলো।
আমার বার্তা/এমই