যারা হিন্দু-মুসলিম বিভাজনকারীরা ইতিহাস থেকে হারিয়ে যাবে

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশে যারাই হিন্দু-মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করবে, তারা দেশের ইতিহাস থেকে হারিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

তাদের দাবি, বাংলাদেশে হিন্দু-মুসলিম সকলেই ঐক্যবদ্ধ হয়ে যে কোনো দুর্যোগ মোকাবিলা করে। কিন্তু সম্প্রতি ভারতীয় কিছু মিডিয়ার সঙ্গে মিলে দেশীয় কিছু মিডিয়াও দেশে একটা বিভাজন তৈরির মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করতে চাচ্ছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত শোক ও সম্প্রীতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

এসময় সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী সদস্য সিনথিয়া জাহান আয়েশা বলেন, হাসিনার পতনের পর আমরা দেখছি ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে নজিরবিহীন অপতথ্য প্রচারে লিপ্ত হয়েছে। এর সঙ্গে দেশীয় কিছু মিডিয়াও যুক্ত হয়েছে। তারা বলছে চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল নাকি দুপক্ষের সংঘর্ষে মারা গেছে। তাদের কেউ আবার সাইফুলকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী পরিচয় দিয়ে মুসলমানরা তাকে মেরেছে এমন প্রচারণা চালাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে আমরা হিন্দু মুসলিম একত্রে লড়েছি। হিন্দু-মুসলিম নিয়ে কোনো ধরনের খেলা খেলবেন না। যারাই খেলতে আসবেন, তারা দেশের ইতিহাস থেকে হারিয়ে যাবেন। দেশের জনগণ আপনাদের শক্ত হাতে দমন করবে।


আমার বার্তা/এমই