পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএমএসএফ

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১৮:৩১ | অনলাইন সংস্করণ

  বিশেষ প্রতিনিধি:

সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

সোমবার (২৪ জুন) বিএমএসএফ সভাপতি এনামুল কবীর রুপম ও মহাসচিব খায়রুজ্জামান কামাল এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ পুলিশের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার দুর্নীতির বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। সেইসব অনুসন্ধানী  প্রতিবেদনকে 'অতিরঞ্জিত রিপোর্ট' আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।

বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে অনুসন্ধানের মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরার পাশাপাশি এর আসল কারণ অনুসন্ধান করে প্রাপ্ত তথ্যাবলী জাতির কাছে তুলে ধরা। সাংবাদিকরা প্রাপ্ত তথ্য ও গ্রহণযোগ্য প্রমাণ যাচাই বাছাই করে রাষ্ট্রের ক্ষমতাশীল ব্যক্তিবর্গের সম্পদের বিবরণ সম্বলিত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করেছে। প্রকাশিত এসব প্রতিবেদনের সাথে দ্বিমত থাকলে সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ বা সংগঠনের বক্তব্য গণমাধ্যমে প্রকাশের রীতি রয়েছে। তাতেও সন্তুষ্ট না হলে প্রেস কাউন্সিলে দ্বারস্থ হওয়ার বিধিবদ্ধ আইনও আছে। কিন্তু সে পন্থায় না গিয়ে পুলিশ সার্ভিস এসোসিয়েশন সাংগঠনিকভাবে সংবাদ সম্মেলন করে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা সাংবাদিকতার প্রতি হুমকি বলে মনে করে ডিএসইসি।

সংগঠনটি মনে করে, পুলিশ সার্ভিস এসোসিয়েশনের তাদের বিবৃতির মাধ্যমে বাহিনীর ব্যক্তির দায় সংগঠন গ্রহন করেছে, যা গ্রহনযোগ্য নয়।

 

আমার বার্তা/এমই