সন্ত্রাসবাদের বিরু‌দ্ধে জিরো টলারেন্স নীতির সঙ্গে আপস নয়

প্রকাশ : ২১ মে ২০২৪, ১৯:০৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মেন ব‌লে‌ছেন, একটি শান্তিপূর্ণ, ন্যায়সংগত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সন্ত্রাসবাদের বিরু‌দ্ধে জিরো টলারেন্স নীতির সঙ্গে আমরা আপস করতে পারি না।

মঙ্গলবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বাংলাদেশে সহিংসতা, চরমপন্থা প্রতিরোধ: স্নাতক এবং স্থায়িত্ব’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তি‌নি।

পররাষ্ট্রসচিব বলেন, দীর্ঘায়িত রোহিঙ্গা মানবিক পরিস্থিতি থেকে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে একটি টেকসই সমাধান খুঁজে বের করা অমীমাংসিত রয়েছে। তাই আমরা অবশ্যই আত্মতৃপ্তি বোধ করব না যে সহিংস চরমপন্থা সম্পূর্ণভাবে নির্মূল করা হয়েছে।

মাসুদ বিন মোমেন বলেন, আমাদের অবশ্যই সহিংসতা, চরমপন্থার ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে ভবিষ্যৎ উৎসগুলোর প্রতি সংবেদনশীল থাকতে হবে। এ ছাড়া আমরা সহিংস চরমপন্থার শিকড় উপড়ে দেওয়ার জন্য যুবক, নারী, ধর্মীয় নেতাদের জড়িত করার জন্য কার্যকর উপায় তৈরি করতে সক্ষম হয়েছি।

পররাষ্ট্রসচিব জানান, প্রায় দশ বছর ধরে গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ডের (জিসিআরইএফ) সঙ্গে বাংলাদেশ কাজ করছে। আমরা সহিংস উগ্রবাদ প্রতিরোধে গঠিত জিসিআরইএফ-এর আন্তঃধর্মীয় প্রচারণা, আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক গ্রুপ অব ফ্রেন্ডসের সদস্য।


আমার বার্তা/এমই