এসপি হলেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান

প্রকাশ : ০৯ মে ২০২৪, ১৯:২৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

পুলিশ সুপার (এসপি) হলেন বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান। গত বুধবার তাকে এসপি পদে পদোন্নতি দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

জানা গেছে, আশ্রাফুজ্জামান গজারিয়ার গুয়াগাছিয়া গ্রামের সভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস  ডিগ্রি অর্জন করেন। ২৮তম বিসিএস এ ২০১০ সালে এএসপি হিসাবে চাকরিতে যোগদান করেন তিনি। সর্বশেষ তিনি স্পেশাল ব্রাঞ্চে (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ বাহিনীতে তার অনেক সুনাম রয়েছে। ২০২৩ সালে পুলিশ বাহিনীতে ধারাবাহিক সেবামূলক ভালো কাজের স্বীকৃতি হিসেবে  প্রেসিডেন্ট পুলিশ মেডেল  বা ‘পিপিএম-সেবা’  পদকে ভূষিত হোন। তার পিতার নাম জনাব বাচ্চু মিয়া। আশ্রাফুজ্জামান দুই সন্তানের জনক।

তার সাথে আরো ৬ জন অতিরিক্ত পুলিশ সুপারকে এসপি পদে পদোন্নতি দেয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া অপর কর্মকর্তারা হলেন- দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুমিনুল করিম, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আমিনুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহম্মেদ, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুফিউল্লাহ। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

 

 

আমার বার্তা/এমই