এজেএফবি অ্যাওয়ার্ড পেলেন খুলনার লাবনী
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৯:০৬ | অনলাইন সংস্করণ
তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:

বেস্ট বিউটি এক্সপার্ট হিসেবে আর্টিস্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এজেএফবি) প্রদত্ত এজেএফবি অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন খুলনার মেয়ে ফালগুনী আহমেদ লাবনী।
সম্প্রতি রাজধানীর কেআইবি অডিটরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বরেণ্য চলচ্চিত্র অভিনেতা আলী রাজ তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
অ্যাওয়ার্ড প্রদান মঞ্চে এসয়ম উপস্থিত ছিলেন, জাতীয় কবিতা পরিষদের যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ, চিত্রনায়ক নিরব।
ফালগুনী আহমেদ লাবনী খুলনার সনামধন্য সৌন্দর্য চর্চা প্রতিষ্ঠান লাবনী বিউটি পার্লার এন্ড স্কিন কেয়ার এর স্বত্বাধিকারী। লাবনী খুলনায় থেকে কাজ করলেও সৌন্দর্য বিশেষজ্ঞ হিসেবে দেশব্যাপী তার সুনাম রয়েছে। সৌন্দর্য বিশেষজ্ঞ ক্ষেত্রে তিনি ইতোপূর্বে আরও একাধিক সম্মাননা অর্জন করেন।
আমার বার্তা/এমই