আইনজীবীদের হাতাহাতিতে খায়রুল হকের জামিন শুনানি স্থগিত
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৮:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদনের শুনানিতে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে।
হট্টগোলের পর আদালত শুনানি স্থগিত করে আগামী ১৭ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।
খায়রুল হকের পক্ষে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও জেড আই খান পান্নাসহ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে জুলাই আন্দোলনে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ও জাল রায় তৈরির অভিযোগে ফতুল্লা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া বিচারক হিসেবে দুর্নীতির অভিযোগে শাহবাগ থানার আরেক মামলায় তার ৭ দিনের রিমান্ড দেওয়া হয়।
আবদুল কাইয়ুম আহাদের বাবা আলাউদ্দিন গত ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করা হয়েছে।
আমার বার্তা/এমই