রাতের মধ্যে বাসা-বাড়িতে চালু হতে পারে ব্রডব্যান্ড ইন্টারনেট: আইএসপিএবি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১৪:১৪ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

গত কয়েকদিন ধরে বাসা-বাড়িতে বন্ধ থাকা ব্রডব্যান্ড ইন্টারনেট আজ রাতের মধ্যেই চালু হতে পারে বলে জানিয়েছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন-আইএসপিএবি।

বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক।

এর আগে, মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকেই পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বুধ ও বৃহস্পতিবার (২৪-২৫ জুলাই) ঢাকায় কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই সময়ে কারফিউ শিথিল থাকবে গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও। আর অন্যান্য জেলায় পরিস্থিতি দেখে কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক।

এদিকে, বুধবার থেকে কারফিউ শিথিল হওয়ায় সীমিত সময়ের জন্য খুলেছে অফিস-আদালত। পাশাপাশি আজ থেকে খুলেছে শিল্প কারখানাও। পোশাক শ্রমিকদের আইডি কার্ডই কারফিউ পাস হিসেবে বিবেচিত হচ্ছে।


আমার বার্তা/জেএইচ