ভারতের উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি, ধ্বংসস্তূপে আটকে অনেকে

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:২৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আবারও মেঘভাঙা বৃষ্টি হয়েছে। অল্প সময়ে প্রবল বর্ষণে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে একসঙ্গে রুদ্রপ্রয়াগ ও চামোলি জেলায় এ ঘটনা ঘটে। রুদ্রপ্রয়াগ জেলার অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে পানির তীব্রতা ক্রমেই বাড়ছে। কেদারনাথ উপত্যকায় পানির স্রোতে একটি সেতু ভেসে গেছে। ছোট ছোট নালার পানি ঢুকছে লোকালয়ে। ডুবে গেছে জেলার হনুমান মন্দিরটিও।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগের বাসুকেদার এবং চামোলির দেবল এলাকা। ওই এলাকায় নদীর স্রোতে ভেসে গেছেন এক দম্পতি, যাদের এখনো কোনো সন্ধান মেলেনি। সেখানে ধ্বংসস্তূপে চাপা পড়ে কয়েকজন আহত হলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রত্যন্ত এলাকাগুলোতে আরও অনেকে আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী জানিয়েছেন, পাহাড়ি রাস্তায় ধস নামায় বহু মানুষ আটকে পড়েছেন। ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী নিয়মিত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ ছাড়া দুর্যোগ মোকাবিলা দফতর ও জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।


আমার বার্তা/জেএইচ