যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমআরআই মেশিন কেড়ে নিলো বৃদ্ধের প্রাণ
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

স্ত্রীকে এমআরআই করাতে নিয়েছিলেন ৬১ বছর বয়সি এক ব্যক্তি। ভুলবশত গলায় পরা ছিল ধাতব চেইন। আর তাতেই ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং মেশিনের শক্তিশালী চুম্বক তাকে টেনে নিয়ে যায়। এতে গুরুতর চোট পেয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ ওপেন এমআরআই সেন্টারে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি গত বুধবার (১৬ জুলাই) স্ত্রীকে নিয়ে নিউইয়র্কের ওয়েস্টবারির একটি ল্যাবে যান। সেখানে তার স্ত্রীর হাঁটুর এমআরআই করান। এমআরআই শেষে তার স্ত্রী তাকে সহায়তা করতে ডাকেন। তিনি কাছে যাওয়া মাত্র মেশিনটি তাকে টেনে ভেতরে নিয়ে যায়। পুলিশ বলেছে, ওই ব্যক্তির এমআরআই কক্ষে প্রবেশ করার অনুমতি ছিল না।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তির নাম কেইথ ম্যাকঅ্যালিস্টার। তার স্ত্রী অ্যাডরিনি জোনস জানিয়েছেন, তার হাঁটুর এমআরআই করতে গিয়ে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওই সময় এমআরআই টেকনিশিয়ান এবং তিনি মিলে স্বামীকে ছাড়ানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাধারণত চিকিৎসকরা রোগীদের সতর্কতা দিয়ে থাকেন এমআরআই কক্ষে কোনোভাবেই থাতব পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না। এমনকি বুকে পেসমেকার এবং হাতে ইনসুলিন পাম্প থাকলেও এমআরআই কক্ষে প্রবেশ না করতে বলা হয়।
নাসাউ কাউন্টি পুলিশ জানায়, প্রাথমিকভাবে তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল এবং তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ধরনের দুর্ঘটনা রোধে সবসময় কক্ষের বাইরে সাবধানতা অবলম্বন করা ও ধাতব বস্তু সম্পূর্ণরূপে খুলে ফেলার নির্দেশ দেয়া হয়ে থাকে।
তবে কীভাবে ওই ব্যক্তি নিরাপত্তাবিধি অমান্য করে এমআরআই কক্ষে প্রবেশ করলেন, তা তদন্তাধীন রয়েছে। নাসাউ ওপেন এমআরআই কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
আমার বার্তা/এল/এমই