দক্ষিণ কোরিয়ার নতুন সরকার নাগরিকদের দেবে নগদ অর্থ
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৪:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে নাগরিকদের নগদ অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। নতুন সরকারের বাজেটে নাগরিকদের জন্য পাস হয়েছে ৩১ দশমিক ৮ ট্রিলিয়ন উয়ন।
বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে নানা পদক্ষেপ নিচ্ছেন দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং। নির্বাচনী ইশতেহার যেসব পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছিলেন তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে দেশটির নতুন সরকার।
তারই ধারাবাহিকতায় অর্থনীতি ও কোরীয়দের জীবনযাত্রার মান পুনরুজ্জীবিত করার জন্য সর্বস্তরের নাগরিকদের মধ্যে ২১ জুলাই থেকে নগদ অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে লি জে মিয়ং।
ব্যক্তির আয় এবং বসবাসের অঞ্চলের ওপর নির্ভর করে নাগরিকদের সর্বনিম্ন ১ লাখ ৫০ হাজার উয়ন থেকে সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার উয়ন দেয়া হবে। ক্রয় বিক্রয়ে অর্থনৈতিক মন্দায় এমন সিদ্ধান্ত দেশীয় বাজার অর্থনীতি আরও উন্নত হবে বলে মনে করেন নাগরিকরা।
এক কোরিয়ান নাগরিক বলেন, ‘এটা সত্যিই সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। মূল্যস্ফীতির কারণে ক্রয় বাজার সত্যিই কঠিন হয়ে পড়েছে, তাই আমি মনে করি সরকার এবার ভোক্তা পেনশনের মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। আশা করা হচ্ছে যে এই ভর্তুকির মাধ্যমে স্ব-কর্মসংস্থানকারী ব্যক্তিদের বিক্রয় বৃদ্ধি পাবে এবং দেশীয় বাজার অর্থনীতি আরও উন্নত হবে।’
স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে জানা যায়, শুক্রবার জাতীয় পরিষদের বাজেটে নাগরিকদের জন্য পাস হয়েছে ৩১ দশমিক ৮ ট্রিলিয়ন উয়ন বা ২৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। লি জে মিয়ং সরকারের প্রথম বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এই অর্থ বিতরণ কর্মসূচি।
আয়ের স্তরের ওপর ভিত্তি করে অতিরিক্ত অর্থ সহায়তাও প্রদান করা হবে। এছাড়া, দারিদ্র্যপীড়িত পরিবার এবং একক পরিবারসহ যেসব এলাকায় জনসংখ্যা কম সেসব অঞ্চলের ব্যক্তিরা অতিরিক্ত অর্থ পাবেন। এসব অর্থের কুপন বিভিন্ন শপিংমল থেকে শুরু করে ছোট বড় দোকানে ব্যবহার করতে পারবেন বাসিন্দারা।
আমার বার্তা/এল/এমই