ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, ৫ জনের প্রাণহানি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:১৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতোমধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বিবিসি বলছে, দাবানলে এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। পাসাদেনা শহরের কাছে ইটন কাউন্টিতে ছড়িয়ে পড়া দাবানলের কারণে এক লাখের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে সেখানে ১০ হাজারের বেশি একর এলাকা পুড়ে ছাই হয়েছে।
এ ছাড়া লস অ্যাঞ্জেলেসে পূর্বদিকে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডসে সবচেয়ে বড় দাবানলে ৫ হাজারের বেশি একর জমি পুড়ে গেছে। দাবানলের কারণে সেখানে ৩৭ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার এই এলাকা থেকেই প্রথম দাবানল ছড়িয়ে পড়ে।
বিবিসি আরও জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের উত্তরপশ্চিমাঞ্চলীয় সান ফারনান্দো ভ্যালির সিলমার এলাকার কাছে হারস কাউন্টির আগুন ৭০০ একর এলাকা গ্রাস করেছে। সেখানে সরিয়ে নেওয়া হয়েছে তিন হাজার মানুষকে। এ ছাড়া উডলির দাবানলে পুড়ে গেছে ৭৫ একর এলাকা।
দাবানলকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের শত শত কর্মী কাজ করছেন। কেউ স্থলভাগ থেকে, আবার কেউ উড়োজাহাজ থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন।
হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতিমধ্যে দাবানল সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করার জন্য বাইডেনের দল স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।
আমার বার্তা/জেএইচ