ইয়েমেনে এবার মার্কিন বাহিনীর অতর্কিত হামলা

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ইয়েমেনের রাজধানী সানায় ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার (২১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার জানিয়েছে, হুতিদের অভিযান নিশ্চিহ্ন এবং ব্যাহত করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। এর আগে সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, লোহিত সাগর, বাব আল-মানদেবে এবং এডেন উপসাগরে জাহাজ ও মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে হুতি। এর জবাবেই হুতিদের ওপর হামলা চালানো হয়েছে।

তবে ইয়েমেনে চালানো মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার ইয়েমেনে হুতি গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। এর জবাবে ইসরায়েলের কেন্দ্রে শনিবার সকালে হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। ইসরায়েলের স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে, হুতির হামলায় ১৬ জন আহত হয়েছে।

হুতির পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য তারা ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৪৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।

লোহিত সাগরে হামলার জবাবে গত কয়েক মাস ধরে ইয়েমেনে হুতি গোষ্ঠীর ওপর যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন হুতি গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।