মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৭ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

রোববার (১৫ সেপ্টেম্বর) দিল্লিতে আম আদমি পার্টির সদর দফতরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি। খবর এনডিটিভি।

কেজরিওয়াল জানিয়েছেন, "আগামী দু'দিনের মধ্যে পদত্যাগ করবেন তিনি। দিল্লিতে নির্বাচনের আর কয়েক মাস বাকি। যদি মানুষের রায়ে নির্বাচিত হই, তবেই ফিরবো। আইনি লড়াই শেষে আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি, এখন আমি জনগণের আদালত থেকে ন্যায়বিচার পেলেই আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো।"

আম আদমি পার্টির (এএপি) এক নেতা বলেছেন, দলের একজন সদস্য পদত্যাগের পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তিনি জনগণের মাঝে গিয়ে তাদের সমর্থন চাইবেন।


আমার বার্তা/জেএইচ