‘গাজার ফিলিস্তিনি পরিবারগুলোর কোথাও যাওয়ার জায়গা নেই’

নিউইয়র্ক টাইমসকে ইউএনআরডাব্লুএ মুখপাত্র

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৯:২৩ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডাব্লুএ) বলেছে, গাজার পরিবারগুলো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং আশ্রয় নেওয়ার মতো কোথাও নিরাপদ নয়। ফিলিস্তিনি পরিবারগুলোর কোথাও যাওয়ার নিরাপদ জায়গা নেই।

গাজায় সংস্থাটির মুখপাত্র লুইস ওয়াটারেজ নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি মৃত্যু ও বাস্তুচ্যুতির একটি অন্তহীন চক্র।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মানুষ এখানে আশা হারাচ্ছে, তারা ইচ্ছাশক্তি হারাচ্ছে। আরেকটি জোরপূর্বক বাস্তুচ্যুতির মুখোমুখি হচ্ছে গাজার মানুষ এবং নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই।

লুইস ওয়াটারেজ বলেন, আট মাস ধরে যুদ্ধ হয়েছে, মানুষ অত্যন্ত ক্লান্ত, তারা ক্লান্ত, তারা অপুষ্টিতে ভুগছে।

গাজায় স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ১৬

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি স্কুলে স্থানীয় সময় শনিবার ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছে। গাজায় সরকারের প্রেস অফিস জানিয়েছে, স্কুলটিতে সাত হাজার মানুষ আশ্রয়ে আছেন।

মন্ত্রণালয় এটিকে 'জঘন্য গণহত্যা' বলে নিন্দা জানিয়ে বলেছে, মধ্য গাজার নুসেইরাতের আল-জাওনি স্কুল থেকে আহত আরও ৫০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।


আমার বার্তা/জেএইচ