জেনে নিন দাঁতের মাড়িতে লুকিয়ে থাকা ক্যানসারের লক্ষণগুলো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৪:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দাঁতের মাড়িতে ক্যানসারের (যাকে জিঞ্জাইভাল ক্যানসার বা মাড়ির ক্যানসার বলা হয়) সাধারণত মুখগহ্বরের ক্যানসারের একটি অংশ। এর লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে সাধারণ দাঁতের বা মাড়ির সমস্যার মতো মনে হতে পারে, তবে কিছু লক্ষণ দীর্ঘমেয়াদে থাকলে সতর্ক হওয়া জরুরি।
দেখে নিন দাঁতের মাড়িতে ক্যানসারের সাধারণ লক্ষণগুলো-
১. মাড়িতে অবিরাম ঘা বা ক্ষত — ২ সপ্তাহের বেশি সময় ধরে না শুকালে সতর্ক হোন
২. মাড়িতে লাল বা সাদা দাগ — বিশেষ করে যা ধীরে ধীরে বড় হচ্ছে বা রঙ পরিবর্তন হচ্ছে
৩. মাড়ি ফুলে থাকা বা পিণ্ড তৈরি হওয়া — ব্যথাযুক্ত বা ব্যথাবিহীন
৪. দাঁত নড়ে যাওয়া বা পড়ে যাওয়া — মাড়ির কোনো দৃশ্যমান অসুখ ছাড়াই
৫. মুখ বা মাড়িতে অসহ্য ব্যথা বা অসাড় অনুভূতি
৬. রক্ত পড়া — বিশেষ করে স্বাভাবিক ব্রাশ করার সময়েও
৭. চোয়াল নড়াচড়ায় কষ্ট — বা মুখ পুরোপুরি খুলতে সমস্যা
৮. কান বা গলার দিকে ব্যথা ছড়ানো — দীর্ঘস্থায়ী হলে সন্দেহজনক হতে পারে
৯. ওজন হ্রাস বা খাওয়ার অনিচ্ছা — অন্যান্য উপসর্গের সঙ্গে থাকলে আরও গুরুতর হতে পারে
ঝুঁকিপূর্ণ কারণ-
১. ধূমপান বা জর্দা জাতীয় তামাক ব্যবহার
২. অতিরিক্ত মদ্যপান
৩. খারাপ ও মুখে ফিট না হওয়া দাঁতের ফিলিং বা ডেন্টাল ফিটিং
৪. দীর্ঘমেয়াদি দাঁতের ইনফেকশন বা গিংভাইটিস
৫. এইচপিভি ভাইরাস সংক্রমণ (মানব প্যাপিলোমা ভাইরাস)
করণীয়-
১. উপরের কোনো লক্ষণ ২ সপ্তাহের বেশি থাকলে দ্রুত মুখ ও দাঁতের বিশেষজ্ঞ’র পরামর্শ নিন।
২. বায়োপসি বা স্ক্যানের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় এটি ক্যানসার কি না।
প্রাথমিক অবস্থায় ধরা পড়লে মাড়ির ক্যানসার চিকিৎসাযোগ্য। তাই বিলম্ব না করাই ভালো।
আমার বার্তা/এল/এমই