ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

টানা বৃষ্টিতে রাজধানীতে বাড়ছে এডিস মশার উপদ্রব। হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। এরইমধ্যে চলতি মৌসুমে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার। আর মৃত্যু অর্ধশতাধিক। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরকে ডেঙ্গু ব্যবস্থাপনায় চিকিৎসা সামগ্রী দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বুধবার (৯ জুলাই) অধিদফতরের সম্মেলন কক্ষে ৮টি পোর্টেবল আল্ট্রাসনোগ্রাম মেশিন, ২১টি বেডসাইড হেমাটোক্রিট মেশিন এবং ১ হাজার ৬০০ পিস অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করে সংস্থাটি।
সভা শেষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ডেঙ্গুর ধরন পরিবর্তনে রোগীদের বিশেষ পরিচর্যা প্রয়োজন। এখন রোগীদের মধ্যে জটিল উপসর্গ বেশি দেখা যাচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। সেক্ষেত্রে এসব সরঞ্জাম অত্যন্ত জরুরি ভূমিকা পালন করবে।
চলতি মৌসুমে বরগুনায় ডেঙ্গু আউটব্রেক করলেও এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেন স্বাস্থ্যের ডিজি। তিনি বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে জনসচেতনতা বাড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ডব্লিউএইচও’র প্রতিনিধিরা জানান, ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।
আমার বার্তা/এল/এমই