পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গুলশান থানার পারভেজ হত্যা মামলায় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমান ৩ দিনের রিমান্ডে।

বুধবার (৩ আগস্ট) দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজিরের পর ১০ দিনের রিমান্ড আবেদন করেন গুলশান থানার তদন্ত কর্মকর্তা। 
 
এসময় তিনি বলেন, প্রযুক্তির সাহায্যের সিদ্দিকের উপস্থিতির প্রমাণ পেয়েছেন তিনি। হামলার সময় ব্যবহৃত অস্ত্রের উৎস বের করতে পুলিশী জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 
 
এদিকে, শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামিন আবেদন আদালতে দাখিল করেও ফিরিয়ে নিয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর আইনজীবী। তবে এই মামলায় ৬ জনের জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। 
 
একই আদালতে ডাকসুর ভিপি প্রার্থী জালাল আহমদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এদিন সকালে লালবাগ থানার শাওন হত্যা মামলায় সাবেক এমপি হাজী সেলিম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
 
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
 
সেই মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজেই। 

আমার বার্তা/এল/এমই