ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে জয়ার দুই সিনেমা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান আবারও ভক্তদের জন্য নিয়ে এলেন বড় চমক। একসঙ্গে তাঁর অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। একটি সিনেমা হলে, অন্যটি ওটিটি প্ল্যাটফর্মে। বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ আসছে প্রেক্ষাগৃহে। শিগগিরই ঘোষণা হবে মুক্তির তারিখ।
লায়ন সিনেমাস ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসেই দেশের হলে মুক্তি পেতে পারে ফেরেশতে।
গত সোমবার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে ফেরেশতে সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, শিগগিরই আসছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, ফেরেশতে মুক্তি নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে।
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের ছবিতে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক গল্প ফুটে উঠেছে। জয়া ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। ছবিটির সহপ্রযোজকও জয়া নিজেই।
২০২২ সালে নির্মিত ‘ফেরেশতে’ ইতোমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে এবং একাধিক পুরস্কারও জিতেছে। এ ছাড়া গত বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা ছিল এটি।
অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম চরকি আনছে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খানের পরিচালনায় সিনেমাটি গেল ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। এবার ঘরে বসেই দেখা যাবে চরকিতে।
করোনাকালীন সময়কে ঘিরে দুই নারীর সম্পর্কের গল্প বলা হয়েছে এই ছবিতে। শুরুটা পেশাগত সম্পর্ক হলেও সময়ের সঙ্গে তা গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধনে। রান্না, গল্প আর স্মৃতিচারণের ভেতর দিয়ে তাদের সঙ্গী হয়ে ওঠা কিন্তু তার পরেও অদৃশ্য এক দেয়াল থেকে যায়। তারকাখ্যাতি পাওয়া জয়া আর সাধারণ জীবনের শারমিনের ব্যবধান একসময় সম্পর্কটিকে জটিল করে তোলে। এখানে জয়া অভিনয় করেছেন নিজের নামের চরিত্রে, আর শারমিন চরিত্রে দেখা যাবে মহসিনা আক্তারকে। ছবিটির সহপ্রযোজকও জয়া।
গত সোমবার ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা দিয়েছে, এই সেপ্টেম্বরে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাচ্ছে জয়া আর শারমিন।
সময়টা ভালোই যাচ্ছে জয়া আহসানের। সম্প্রতি কলকাতার কয়েকটি ছবির কাজ শেষ করেছেন। চলতি বছর তাঁর শুরুটা হয়েছিল ওটিটি দিয়ে। গত ২৮ মার্চ মুক্তি পেয়েছিল প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’। এরপর দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া অভিনীত আরও কয়েকটি সিনেমা।
সবশেষ গত ১ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’। এই সিনেমার রেশ না কাটতেই আবারও পর্দায় আসছেন জয়া। এ ছাড়া কলকাতার সিনেমায় নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি।
অভিনয় আর প্রযোজনার সমন্বয়ে নিজেকে বহুমাত্রিকভাবে প্রতিষ্ঠা করছেন তিনি। ভক্তদের জন্য তাই জয়ার এ ডাবল সারপ্রাইজ নিঃসন্দেহে আনন্দের খবর। একদিকে আন্তর্জাতিকভাবে আলোচিত সিনেমা প্রেক্ষাগৃহে, অন্যদিকে নতুন গল্প নিয়ে ওটিটিতে তাঁর উপস্থিতি সব মিলিয়ে চলতি সময়টা ক্যারিয়ারে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এমনটি মনে করছেন তাঁর ভক্তরা।
আমার বার্তা/এমই