মারা গেছেন ‘কেজিএফ’-এর খলনায়ক দীনেশ ম্যাঙ্গালুরু

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৩:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মারা গেছেন কন্নড় সিনেমা ‘কেজিএফ ১’ ও ‘কেজিএফ ২’ ছবিসহ অনেক জনপ্রিয় কন্নড় সিনেমার খলঅভিনেতা দীনেশ ম্যাঙ্গালুরু।

সোমবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৩টায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার পরিবার জানিয়েছে দীনেশ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

দক্ষিণী সুপারস্টার অভিনেতা যশের ‘কেজিএফ ১’ ও ‘কেজিএফ ২’ছবিতে ‘বোম্বে ডন’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন এই অভিনেতা। দীনেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দীর্ঘদিনের সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। 

মঙ্গলবার (২৬ আগস্ট) শ্রদ্ধা নিবেদন শেষে বেঙ্গালুরুর একটি শ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। 

পর্দায় বেশিরভাগ সময়েই খলনায়কের ভূমিকায় বাজিমাত করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রিকি’, ‘উলিদাভারু কান্দান্থে’, ‘কেজিএফ’, ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘স্লাম বালা’, ‘দুর্গা’ প্রভৃতি।

সিনেমার পাশাপাশি রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। অন্যদিকে, ‘নাম্বার ৭৩’ ও ‘শান্তিনিবাস’-এর মতো সিনেমায় তিনি শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন। 


আমার বার্তা/এল/এমই