ভক্তদের সুখরব দিলেন মানসী সেনগুপ্ত

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৫:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ওপার বাংলার অভিনেত্রী মানসী সেনগুপ্ত দ্বিতীয়বার মা হওয়ার পর বর্তমানে দুই সন্তানকে নিয়ে ভরা সংসার। একদিকে যেমন তিনি অভিনয়ের কাজ সামলাচ্ছেন, অন্যদিকে সমান দক্ষতায় উপভোগ করছেন মাতৃত্ব। তবে এই ব্যস্ততার মাঝেই আবারও ভক্তদের জন্য দারুণ এক সুখবর দিলেন মানসী।

পুত্রসন্তান জন্মের কিছুদিন পরই অভিনয়ে ফিরেছেন তিনি। তবে এর মাঝেও মা হিসেবে তিনি নিজের দায়িত্বে কোনো অবহেলা করেননি। সময়মতো সন্তানের চিকিৎসকের কাছে যাওয়া থেকে শুরু করে ছেলে-মেয়ের যত্ন নেওয়া—সবকিছুই সমান দক্ষতায় করছেন। 

এর পাশাপাশি নিজের ভালো থাকার জন্যও সময় বের করে নিচ্ছেন। তাই প্রায়শই তাকে বোনদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে ও খেতে যেতে দেখা যায়। তবে এসব কিছুর বাইরেও তিনি এবার নতুন একটি কাজে হাত দিয়েছেন। 

নিজের নতুন পথচলা শুরু করলেন মানসী। এবার তিনি নিজের একটি শাড়ির ব্র্যান্ড আনতে চলেছেন। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি, তবে তার একটি মিনি ভ্লগে এই বিষয়ে কথা বলেছেন।

ভ্লগে মানসী জানান, তার ব্র্যান্ডের প্রথম শাড়িটি তিনি তার মাকে উপহার দিয়েছেন। তবে তিনি এটাও স্পষ্ট করে বলেছেন যে তার বোন রাইমা সেনগুপ্তই মায়ের জন্য এই শাড়িটি কিনেছেন। মানসীর মতে, ব্যবসায় ব্যক্তিগত সম্পর্ক আসা উচিত নয়।

ভিডিওর শুরুতে মানসী বলেন, ‘আমি সবাইকে প্রথমে একটা গুড নিউজ দিতে চাই। আমার ব্র্যান্ড আসছে। খুব শিগগিরই লঞ্চ হবে।’

এরপর তার মায়ের গায়ে শাড়ি রেখে মানসী বলেন, ‘এই শাড়িটা রাইমা মাকে কিনে দিল।’ এরপর মায়ের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘আমার ব্র্যান্ড, ‘দ্য সুতি বাই মানসী'।’ 

শেষে মানসী জানান, তার এই নতুন ব্র্যান্ডের মডেল হবেন তার বোন রাইমা। অভিনয়, ভ্লগিং এবং সন্তান সামলানোর পাশাপাশি এই নতুন উদ্যোগে মানসীকে পাশে পেয়ে ভক্তরাও বেশ খুশি।


আমার বার্তা/এমই