পাকিস্তানের জাতীয় টেলিভিশন ফারদিনরে গান
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৮:৫৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

মাসুম বিল্লাল ফারদিন – সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ এবং South Asian Icon খেতাবপ্রাপ্ত আন্তর্জাতিক ও কূটনৈতিক ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সংগীতশিল্পী এবং পাকিস্তান হাইকমিশনের মিডিয়া উইং-এর সদস্য হিসেবে সুপরিচিত।
বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ককে ভ্রাতৃত্বের বন্ধনে তুলে ধরার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর কণ্ঠে গাওয়া জনপ্রিয় গান “আমার সোনার বাংলাদেশ” ও “পেয়ারা পাকিস্তান” দুই দেশেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
আগামী ১৬ই আগস্ট পাকিস্তানের জাতীয় টেলিভিশন PTV-তে তাঁর গানটি সম্প্রচারিত হয়েছে, যা পাকিস্তান কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি নিশ্চিত করেছে। এর মাধ্যমে তিনি বাংলাদেশি হিসেবে রুনা লায়লা ম্যাডামের পর দ্বিতীয় শিল্পী যাঁর গান পাকিস্তানের রাষ্ট্রীয় চ্যানেলে অন এয়ার হবে।
ফারদিন বলেন—
“আমার জন্য এটি সত্যিই আনন্দের দিন, কারণ রুনা লায়লা ম্যাডামের পর আমিই দ্বিতীয় বাংলাদেশি যার গান পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হবে