ইউটিউবার ও ‘বিগ বস টু’ বিজেতা এলভিস যাদবের বাড়িতে গুলিবর্ষণ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বলিউডে আবারও আতঙ্ক। প্রাণসংশয়ে ভারতের জনপ্রিয় ইউটিউবার ও ‘বিগ বস টু’-এর বিজেতা এলভিস যাদব। তার বাড়িতে ১২ রাউন্ড গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (১৭ আগস্ট) ভোররাতে হরিয়ানার গুরগাঁও শহরে এলভিস যাদবের বাসায় হামলা চালায় তিন দুর্বৃত্তকারী।
 
প্রত্যক্ষদর্শীরা বলছে, মোটরবাইকে তিনজন বাড়ির সামেনে এসে ১২ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় বাড়িতে এলভিস না থাকলেও গৃহসহায়ক ও কেয়ারটেকার ছিলেন। হামলায় তারা অক্ষত রয়েছেন।

আমার বার্তা/এল/এমই