স্কাদার লেকে বাঙালি সাজে তাসনিয়া ফারিণ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৮:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছেন তিনি।
এবার লাল শাড়িতে বাঙালি সাজে এই অভিনেত্রী দেখা গেল বিখ্যাত স্কাদার লেকে।
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনেগ্রো ও আলবেনিয়া সীমান্তের এ লেক থেকে ছয়টি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেন ফারিণ। এসময় লাল শাড়ি পরে নৌকায় ঘুরতে দেখা যায় অভিনেত্রীকে।
ছবিগুলোর ক্যাপশনে ফারিণ লেখেন, ‘দূরের আকাশ আর আমি তুমি’। এর সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।
এই পোস্টের মন্তব্যের ঘরে ফারিণের সৌন্দর্যের প্রশংসা করেছেন ভক্তরা। একজন লেখেন, শাড়িতে বেশ সুন্দর লাগছে। আরেকজনের মন্তব্য এমন, প্রিয় অভিনেত্রীকে অসাধারণ লাগছে।
স্কাদার লেক থেকে একটি ভিডিও পোস্ট করেন ফারিণ। সেখানে দেখা যায়, নৌকায় করে ঘোরার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার বেলা যে যায় সাঁঝবেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে’ গান গাইছিলেন তিনি।
২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয় ফারিণের। ছোট পর্দা পেরিয়ে এ পর্যন্ত ৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিউড অভিষেক হয়েছে তার। এরপর মুক্তি পায় তার সিনেমা ‘ফাতিমা’। সবশেষে গত ঈদে মুক্তি পায় তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’।
আমার বার্তা/এমই