প্রস্রাব করলেই ডুবে যাবে পাকিস্তান: মিঠুন চক্রবর্তী

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১০:৩৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ভারত–পাকিস্তান পানি বিতর্কে এবার সরাসরি যোগ দিলেন অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার তীব্র কটাক্ষে প্রাক্তন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে উদ্দেশ করে তিনি বলেছেন, ভারত নাকি প্রস্রাব করলেই পাকিস্তান ডুবে যাবে। 

এই অভিনেতা বলেন, ‘একবার যদি আমাদের ভারতীয়দের মাথাটা গরম হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল হবে! হতেই পারে এমন এক বাঁধ বানাব, যেখানে ভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে! তারপর সেই বাঁধ খুলে দিলেই হবে সুনামি!” 

এই কথার পাশাপাশি মিঠুন স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি তার কোনও ক্ষোভ নেই। এই মন্তব্য একান্তই বিলাওয়ালের জন্য।

বর্তমানে ইন্দাস পানিচুক্তি নিয়ে ফের উতপ্ত পরিস্থিতি তৈরী হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। দিন কয়েক আগে সিন্ধ প্রদেশের সংস্কৃতি দপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো ভারতকে নতুন করে হুঁশিয়ারি দেন। 

ইন্দাস নদীর পানি প্রবাহে পরিবর্তন আনা পাকিস্তানের ‘ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার’ ওপর সরাসরি আঘাত—এমন অভিযোগ তুলে তিনি এটিকে সিন্ধ প্রদেশের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে ব্যাখ্যা করেন।

বিলাওয়ালের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দাস নদীর জলপ্রকল্প পাকিস্তানের জল–নিরাপত্তায় সরাসরি আঘাত। এমনকী তিনি এ ঘটনাকে ভারতের সাম্প্রতিক সামরিক সংঘর্ষে ‘পরাজয়ের’ প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেন।

আগেও যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এটাই প্রথম নয়—চলতি বছরের জুনে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বিলাওয়াল বলেছিলেন, ইন্দাসের পানি বঞ্চিত হলে পাকিস্তান ‘যুদ্ধেও যেতে’ প্রস্তুত।

বর্তমানে ভারতের অবস্থান ঠিক কী? কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হানায় ২৬ জন ভারতীয় নিহত হওয়ার পর চলতি বছরের এপ্রিলেই ভারত ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ইন্দাস পানিচুক্তি স্থগিত করে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই চুক্তি আর ফিরিয়ে আনা হবে না।


আমার বার্তা/জেএইচ