নেটফ্লিক্সে কবে মুক্তি ‘সাইয়ারা’
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১১:০৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী ঝড় তুলেছে প্রেমের গল্প ‘সাইয়ারা’। এবার নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। সামনের মাসেই ঘরে বসে ওটিটিতে উপভোগ করতে পারবেন প্রেমের সিনেমা ‘সাইয়ারা’।
এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দর্শকদের হলে রীতিমতো আবেগপ্রবণ হয়ে নানা কান্ড-কারখানা করতে দেখা গিয়েছে। আর তাদের সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরালও হয়েছিল।
কেবল সাধারণ মানুষ নয়, বড় মাপের তারকারাও এই ছবির যথেষ্ট প্রশংসা করেছিলেন। তবে এমন অনেকেই আছেন যারা প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখতে যেতে পারেননি তাদের জন্য এবার সুখবর। কারণ ‘সাইয়ারা’ খুব তাড়াতাড়ি ওটিটিতে মুক্তি পেতে চলেছে।
মোহিত সুরি পরিচালিত এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এ মুক্তি পেতে চলেছে। যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করে এই খবর জানিয়েছেন। শুধু তাই নয় ওটিটিতে মুক্তির তারিখও প্রকাশ্যে এনেছেন।
তার পোস্ট অনুসারে, 'সাইয়ারা' ১২ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে। তার এই পোস্টের মন্তব্য বিভাগে ভক্তদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। একজন লিখেছেন, ‘আমি প্রতি রোববার এই ছবিটি দেখতে পারি’।
উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পী ও এক লাজুক সাংবাদিকের বিরোহী প্রেমের গল্প ‘সাইয়ারা’। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডে দুই নতুন মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডা। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় গত ১৮ জুলাই।
বলিউডের রোমান্টিক গল্পের জাদুকর নির্মাতা মোহিত সুরি ৫ বছরের বিরতি ভেঙে দর্শকদের এ সিনেমা উপহার দেন। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে এখনও উপচে পড়া ভিড় সিনেপ্রেমীদের।
আমার বার্তা/এল/এমই