ডাব্লিউসিএসডিএফ অ্যাওয়ার্ড পেলেন সজল
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৮:১২ | অনলাইন সংস্করণ
তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:

উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রদত্ত ডাব্লিউসিএসডিএফ অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। সেরা চলচ্চিত্র অভিনেতা ক্যাটাগরিতে তিনি এই অ্যাওয়ার্ড প্রাপ্ত হন। তার অভিনিত সিনেমা জিন-৩ এর জন্য তাকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর রাওয়া কনভেনশন হলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, বিচারপতি শিকদার মকবুল হক, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদ, রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) আবদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম, এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ, বাচসাসের সাবেক সভাপতি কবি রাজু আলীম।
অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে শোভিজের আরও অনেক তারকাকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আমার বার্তা/এমই