দুই বাংলাতেই একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়ছেন জয়া আহসান। সম্প্রতি বাংলাদেশে ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এদিকে ওপার বাংলাতেও চলছে জয়াকে ঘিরে আলোচনা। গতকাল (১৮ জুলাই) সেখানে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। আর আগামী ১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে তার আরও একটি সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’।
এই ব্যস্ততার মাঝেই জয়া জানালেন চমকপ্রদ এক কথা! জানালেন, কাজ কমিয়ে দিতে চান অভিনেত্রী; বছরে মাত্র একটি বা দুটি সিনেমায় অভিনয় করবেন।
সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে সন্দেশ ইউটিউব চ্যানেলের একটি পডকাস্টে হাজির হয়েছিলেন জয়া আহসান।
লম্বা সময়ের সেই পডকাস্টে নিজের প্রাথমিক জীবন থেকে শুরু করে ক্যারিয়ার প্রসঙ্গে নানা কথা বলেন জয়া। এক প্রসঙ্গে তিনি বলেন, ‘কখনোই ভাবিনি অভিনেত্রী হব। সেই ইচ্ছেও ছিল না। হঠাৎ বুঝলাম, অভিনয় আমাকে আনন্দ দিচ্ছে, মুক্তি দিচ্ছে। তাই সেটা আঁকড়ে ধরলাম। তবে এটাকে জীবিকার মাধ্যম করে রাখতে চাই না। আমি আরও সিলেক্টিভ হতে চাই। বছরে এক বা দুইটা কাজ করলেই যথেষ্ট। জীবনটাকে উদ্যাপন করতে চাই।’
ক্যামেরার ব্যস্ততা থেকে যতটুকু সময় মেলে, প্রকৃতির কাছাকাছি থাকতে চেষ্টা করেন জয়া। বাগান করা, গাছের যত্ন নেওয়া, এমনকি নিজ হাতে চাষ করাতেও আনন্দ খুঁজে পান তিনি- এমনটাও জানান। বলেন, ‘গ্রাম বা প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। আমি চাষবাস করতেও পছন্দ করি। বলা চলে, আমি প্রথমে চাষি, তারপর অভিনেত্রী। বাড়ির চাল ছাড়া প্রয়োজনীয় অনেক কিছুই নিজেই ফলাই।’
সকালে ঘুম থেকে উঠে মাটির ছোঁয়া না পেলে যেন দিনটাই শুরু হয় না তার। জয়ার কথায়, ‘মাটি না হাতালে আমার ভালো লাগে না। এটা আমার কাছে থেরাপির মতো। আমি সব সময় বলি, যারা অভিনয়ের সঙ্গে বা যেকোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তারা প্রকৃতির কাছে যান। এটা খুব উপকারী।’
আমার বার্তা/জেএইচ