নারী নির্মাতাদের জন্য নন-ফিকশন স্টোরিটেলিং ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১০:৫০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ঢাকা ডকল্যাবের উদ্যোগে Shaping your Idea into an Impactful Story প্রতিপাদ্য নিয়ে শুধুমাত্র নারী চলচ্চিত্র নির্মাতাদের জন্য ঢাকায় শেষ হলো নন-ফিকশন স্টোরিটেলিং ওয়ার্কশপ ফর ওমেন ফিল্মমেকারস – ২০২৫।
২২ মে থেকে বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি-তে শুরু হওয়া এই আয়োজন শেষ হয় ২৫ মে। চারদিনব্যাপী কর্মশালায় অংশ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫ জন উদীয়মান নারী নির্মাতা।
ঢাকা ডকল্যাব ২০১৭ সাল থেকে এশিয়ার প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতাদের পরিচর্যা নিয়ে কাজ করে আসছে। তাদের কাজগুলো মেন্টরশীপ, পিচিং, উপস্থাপনার মাধ্যমে দেশ-বিদেশের প্রযোজকদের সাথে নির্মাতাদের সংযোগ করে দেওয়া হয়। নারী নির্মাতাদের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে ঢাকা ডকল্যাব এই নন-ফিকশন স্টোরিটেলিং ওয়ার্কশপ আয়োজন করেছে।
২২ তারিখ সকাল ১০টায় উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন তারেক আহমেদ, পরিচালক ঢাকা ডকল্যাব; ফরিদ আহমেদ, চলচ্চিত্রকার ও মেন্টর; এবং লুভা নাহিদ চৌধুরী, ট্রাস্টি ঢাকা ডকল্যাব ও মহাপরিচালক বেঙ্গল ফাউন্ডেশন।
কর্মশালার শুরুতেই অংশগ্রহণকারীদের পরিচিতি ও দলভিত্তিক আলোচনার মাধ্যমে দিনটির কার্যক্রম শুরু হয়।
দলভিত্তিক আলোচনায় মেন্টর হিসেবে ছিলেন তারেক আহমেদ, পরিচালক ঢাকা ডকল্যাব; ফরিদ আহমেদ, চলচ্চিত্রকার ও মেন্টর। পরবর্তীতে আরও যুক্ত ছিলেন প্রামাণ্য চলচ্চিত্র পরিচালক এলিজাবেথ ডি কস্তা ও হুমায়রা বিলকিস। ভারত থেকে মেন্টর হিসেবে যুক্ত ছিলেন খ্যাতনামা প্রামাণ্য চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নীলোৎপল মজুমদার।
চার দিনের এই কর্মশালায় দুটি বিশেষ সেশন নিয়েছেন বাংলাদেশের স্বনামধন্য প্রামাণ্য চলচ্চিত্র প্রযোজক সারা আফরিন। এছাড়াও ভারত থেকে যুক্ত ছিলেন আরেক স্বনামধন্য প্রামাণ্যচিত্র পরিচালক ও প্রযোজক কোভাল ভাটিয়া।
এই চারদিনের ওয়ার্কশপে আরও ছিলো ওয়ান টু ওয়ান সেশন, পিচ প্রেজেন্টেশনসহ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।
কর্মশালার শেষ দিন আজ, অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাদের পিচ প্রেজেন্টেশনের ভিত্তিতে তিনজন ঢাকা ডকল্যাবের ২০২৫ এর আসরে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।
প্রতিযোগীরা হচ্ছেন: তাইরান রাজ্জ্বাক, চিত্ত আনন্দী, সিয়াম শামস।
এছাড়া আরও তিনজন নির্মাতা পর্যবেক্ষক হিসেবে ঢাকা ডকল্যাবের ২০২৫ আসরে অংশগ্রহণ করবেন। তারা হচ্ছেন: সায়ীদা খালিদ রিতি, রাকা নোশিন নাওয়ার, হুমায়রা স্নিগ্ধা।
কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে লুভা নাহিদ চৌধুরী, ট্রাস্টি ঢাকা ডকল্যাব ও মহাপরিচালক বেঙ্গল ফাউন্ডেশন, এই কর্মশালার আয়োজনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, “এইরকম আয়োজন সামনের বছরগুলোতে আরও কিভাবে আয়োজন করা যায়, তা আমাদের ভেবে দেখতে হবে।”
আমার বার্তা/জেএইচ