মধ্যরাতে মুম্বাইয়ের রাস্তায় হেনস্তার শিকার গায়িকা সোফি চৌধুরী

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৯:৪৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বলিউডের জনপ্রিয় গায়িকা সোফি চৌধুরী। ছবি: সংগৃহীত

কিছুদিন পর পরই সংবাদের শিরোনাম হয় বলিউড ইন্ডাস্ট্রিতে নারী সহকর্মীকে হেনস্তার খবর। তবে এবার হেনস্তার অভিযোগ ইন্ডাস্ট্রির কোনো পুরুষ সহকর্মীর বিরুদ্ধে না। মধ্যরাতে মুম্বাইয়ের জনবহুল রাস্তায় হেনস্তার শিকার গায়িকা সোফি চৌধুরী। রাতে গায়িকা দেখে এক অজ্ঞাত যুবক অশ্লীল অঙ্গভঙ্গি দেখাতে শুরু করেন।

‎ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সোফি। এক মাস আগের ঘটনায় মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি।

গায়িকা বলেন, ‘কিছু দিন আগের একটা ঘটনা। মুম্বাইয়ের বিলাসবহুল শহর বান্দ্রার রাস্তা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। এক ব্যক্তি প্যান্টের চেন খুলতে লাগল। খুব আপত্তিকর ভঙ্গিতে তাকিয়েছিল ওই ব্যক্তি।’

‎তবে ওই ব্যক্তি কী ইচ্ছে করেই এমন কাণ্ড ঘটিয়েছিল- এমন প্রশ্নের জবাবে সোফি বলেন, ‘আমার মনে হয় না সচেতনভাবে সে এ কাজ করেছিল। আসলে কিছু ক্ষেত্রে পুরুষরা কোনো কারণ ছাড়াই এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকে।’

‎এখানেই শেষ নয়। আরও এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোফি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন গায়িকা। তখন এক ব্যক্তি গায়িকাকে দেখে আপত্তিকর ভঙ্গি দেখাতে শুরু করে।


আমার বার্তা/এমই