মার্শাল আর্টের মাস্টারকে সম্মাননা

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৬:১১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিশ্ববিখ্যাত মার্শাল আর্ট তারকা এবং হলিউড অ্যাকশন হিরো জ্যাকি চ্যানকে আজীবন সম্মাননা দিচ্ছে সুইজারল্যান্ডের লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবটি মূলত স্বাধীন চলচ্চিত্রকে কেন্দ্র করে আয়োজিত হয়। এ উৎসবের ৭৮তম আসর অনুষ্ঠিত হবে ৬ থেকে ১৬ আগস্ট পর্যন্ত।

এবার উৎসব কর্তৃপক্ষ, বিশেষ সম্মান জানাতে যাচ্ছে এমন একজন শিল্পীকে যিনি বিশ্বের পূর্ব ও পশ্চিম প্রান্তের সিনেমার মাঝে সেতুবন্ধন গড়েছেন।

উৎসবের অংশ হিসেবে চ্যান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন। তার পরিচালিত ও অভিনীত দুটি বিখ্যাত ছবি ‘প্রজেক্ট অ্যা’ (১৯৮৩) এবং ‘পুলিশ স্টোরি’ (১৯৮৫)- প্রদর্শন করবেন। এছাড়া ১০ আগস্ট তিনি উৎসবে একটি সরাসরি আলোচনা অনুষ্ঠানেও অংশ নেবেন।

লোকার্নোর শিল্পনির্দেশক গিওনা এ. নাজারো বলেন, ‘চ্যান শুধু অভিনেতা নন; তিনি পরিচালক, প্রযোজক, কোরিওগ্রাফার, গীতিকার, গায়ক এবং এক সাহসী স্টান্ট পারফর্মার। তার প্রভাব এশিয়ান সিনেমা থেকে শুরু করে হলিউড পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাকে সম্মানিত করা মানে বিশ্ব চলচ্চিত্রের সম্মান।’

তিনি আরও বলেন, ‘জ্যাকি চ্যান সিনেমার শরীরী ভাষাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে সংগীতনাট্যের ছন্দ, মার্শাল আর্টের শৈলী ও কমেডির সৌন্দর্য মিলেমিশে এক নতুন রূপ ধারণ করেছে। সিনেমায় জ্যাকি চ্যান আসার আগে এবং পরে- এই দুই সময়কে আলাদা করে চেনা যায়।’

৭১ বছর বয়সী জ্যাকি চ্যান নিজের দেশ হংকং-এ মার্শাল আর্ট ভিত্তিক সিনেমার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। পরে ১৯৯৫ সালে ‘রাম্বল ইন দ্য ব্রংক্স’ ও ১৯৯৮ সালের জনপ্রিয় ‘রাশ আওয়ার’ সিনেমার মাধ্যমে হলিউডে ব্যাপক সাফল্য পান। এরপর তার সাফল্যের গল্প বেশ দীর্ঘ।

২০১৭ সালে জ্যাকি চ্যানকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয় তার দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে।

 

আমার বার্তা/এল/এমই