বড় পর্দার দর্শকের চোখকে ফাঁকি দেওয়া যায় না: সুনেরাহ্

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৩:০৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঢালিউড চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এক যুগ ধরে অভিনয়ের সঙ্গে জড়িত। কাজ করছেন নামজাদা অভিনয় শিল্পী ও পরিচালকাদের সঙ্গে। কাজের স্বীকৃত স্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এবারের ঈদের সুনেরাহ অভিনীত নতুন সিনেমা ‘দাগি’ নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। প্রথমবার বাকপ্রতিবন্ধী চরিত্রে অভিনয় নির্বাক চাহনিতে হল ভর্তি দর্শকদের কখনও কাঁদিয়েছেন, কখনও হাঁসিয়েছেন।‘দাগি’তে লিখন চরিত্রটিকে প্রাণ দিয়েছেন অভিনেত্রী।

লিখন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর ভাবতে সময় নেননি সুনেরাহ্। লিখনের জন্যই যেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তিনি, ‘ক্যারিয়ারে এমন কিছু চরিত্র করে যেতে চাই। ফলে ভাবতে সময় নিইনি। চলচ্চিত্রের গল্পটাও দারুণ।’

ছোটপর্দায় দীর্ঘ সময় ধরেই অভিনয় করছেন তিনি। ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ‘ন ডরাই’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অভিনেত্রীর। এ পর্যন্ত হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রে দেখা গেছে। সিনেমা কম করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা পুরোপুরি চরিত্রের ওপর নির্ভর করে। প্রত্যেক শিল্পীরই কিছু স্ট্র্যাটেজি (কর্মকৌশল) থাকে। আমি যখন অনুভব করি যে চরিত্রটা পর্দায় বিশ্বাসযোগ্য লাগবে, তখনই চরিত্রটি করি।’

তিনি যোগ করেন, ‘আসলে বড় পর্দার দর্শকের চোখকে ফাঁকি দেওয়া যায় না, সবকিছু স্পষ্ট বোঝা যায়। ফলে কোনো চরিত্র বিশ্বাসযোগ্য করাটা জরুরি। সে কারণে আমার কাজের সংখ্যা কম।’

‘দাগি’ সিনেমায় সুনেরাহ ছাড়াও অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে। ’দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।


আমার বার্তা/এল/এমই