ভুল তথ্যে জাসাস আয়োজিত অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করেন রিজভী
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৪১ | অনলাইন সংস্করণ
বিনোদন রিপোর্ট:
জাতীয় বিপ্লব ও সংহতী দিবস (৭ নভেম্বর) উপলক্ষে রাজধানীর এফডিসি গেইটের বাইরে জাসাস কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয় গত বৃহস্পতিবার বিকালে।
অনুষ্ঠানে আলোচনা চলাকালীন সময় মঞ্চে থাকা জনৈক্য প্রভাবশালী নেতার ভুল তথ্যের কারণে প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বক্তব্য না দিয়েই মঞ্চ ত্যাগ করেন।
পরে আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, জনৈক্য ব্যক্তি যে ভুল তথ্যটি দেন সেটি হল, মঞ্চে উপবিষ্ট ছিলেন নাকি আওয়ামী লীগের জনৈক নেতা। কিন্তু আয়োজকরা বলেন-যে ব্যক্তির উপর অভিযোগ আনা হয় সে জাসাসের ত্যাগী নেতা। বিষয়টি ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন আয়োজক কমিটির নেতাকর্মীরা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জাসাসের আহবায়ক চিত্রনায়ক হেলাল খান। সঞ্চালক ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী হাসান চৌধুরী, নাসির , মিতা মল্লিক,মৌসুম ইকবাল রেখা, সালমান রাজ,ইমরান হাবিব এম আই মিঠু প্রমূখ।
আমার বার্তা/এমই