কানের সম্মাননায় কাঁদলেন সেলেনা গোমেজ
প্রকাশ : ২২ মে ২০২৪, ১৬:৩৮ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:
কান চলচ্চিত্র উৎসবের ৭৭ তম আসর যেন তুমুল আনন্দ নিয়ে ধরা দিয়েছে হলিউডের পপ তারকা সেলেনা গোমেজের কাছে। কেননা এবারের আসরে অভিনেত্রী হিসেবে বড় সম্মাননা পেয়েছেন তিনি।
সংবাদমাধ্যম অনুযায়ী, ৭৭তম কান উৎসবের এবারের আসরে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রদর্শিত হয়েছে সেলেনা গোমেজ অভিনীত ‘এমিলিয়া পেরেস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শো।
এ শো দেখার পরই ঘটল অবিস্মরণীয় ঘটনা। সিনেমাটি পেয়েছে টানা এগারো মিনিটের করতালি। ৯ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন শেষে উল্লাস আর শিসের বিরতির পর আরও দুই মিনিট করতালি দেন আমন্ত্রিত অতিথিরা। যা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি সেলেনা।
জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের বিভিন্ন প্রেক্ষাগৃহে এ পর্যন্ত প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে কোনটি ৭ মিনিট, কোনটি ৬ মিনিট আবার কোনটি ৫ মিনিটের অভিবাদন বা স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে।
তবে এবারের উৎসবের সব সিনেমাকে ছাপিয়ে মূল প্রতিযোগিতায় থাকা সেলেনা অভিনীত ‘এমিলিয়া পেরেস’ পেয়েছে সবথেকে বেশি সময় ধরে স্ট্যান্ডিং ওভেশন।
ফ্রান্সের খ্যাতিমান পরিচালক জ্যাক অদিয়াঁর নির্মিত স্প্যানিশ ভাষার মিউজিক্যাল ফিল্ম ‘এমিলিয়া পেরেস’। সেলেনা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জোয়ি স্যালডানা, এডগার রামিরেজ, কার্লা সোফিয়া গাসকোন।
এ সিনেমায় একজন ভয়ঙ্কর ড্রাগ কার্টেল নেতা ম্যানিটাসের চরিত্রে ছিলেন গ্যাসকোন, একজন আন্ডার ভ্যালুড আইনজীবী রীতার চরিত্রে সালডানা এবং ড্রাগ কার্টেল নেতা ম্যানিটাসের সন্দেহাতীত স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সেলেনা গোমেজ।
আমার বার্তা/এমই