বাংলাদেশে ব্রাঞ্চ ক্যাম্পাস চালু করতে চায় ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৮:০৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ব্রাঞ্চ ক্যাম্পাস ও যৌথ ডিগ্রি চালুর সম্ভাবনা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা হয়েছে। যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া প্রতিনিধিদলের সঙ্গে ইউজিসির বৈঠকে এমএইচ গ্লোবাল গ্রুপ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়নে সহযোগিতা ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। ইউজিসি চেয়ারম্যান ড. ফায়েজ তাদের সব ধরনের বিধি মোতাবেক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) কমিশনের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার ব্রাঞ্চ ক্যাম্পাস স্থাপন এবং বিইউপি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) সঙ্গে যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অংশ নিয়েছেন রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালু হলে বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরাও উচ্চশিক্ষার সুযোগ পাবেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতের উদীয়মান বিষয়ে (বিগ ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি) প্রোগ্রাম চালুর প্রস্তাবও তিনি দিয়েছেন।
বিদেশি প্রতিনিধি দলে ছিলেন– ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর ও ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর স্টিভেন ম্যাকগুইর, হেড অব ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট সাইয়েদ নুহ, ফ্যাকাল্টি অব সায়েন্সেসের অ্যাসোসিয়েট ডিন (অ্যাডমিশন) প্রফেসর স্টিফেন লেকক, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সেসের অ্যাসোসিয়েট ডিন (ইন্টারন্যাশনালাইজেশন) ড. লুসিল কার্টিস এবং এমএইচ গ্লোবাল গ্রুপের কর্মকর্তারা।
আমার বার্তা/এমই