ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই: প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৭:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট)  এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, তা আমরা শিক্ষার্থীদের জানিয়েছি। এটি ব্যবস্থা করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তারা সেনাবাহিনী আনবেন, না অন্য ফোর্স আনবেন, এটি তারা জানেন। এ বিষয়ে বিচলিত হওয়ার মতো কিছু দেখছি না।

এদিকে গত ২৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক সভায় নির্বাচনের নিরাপত্তা নিয়ে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে সভা করে নির্বাচন কমিশন।

সেখানে ডাকসু নির্বাচনের দিন আট কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা রাখার কথা জানায় কমিশন। এ সময় বলা হয়, প্রথম স্তরে থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম। দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান করবে।

প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র সেনা সদস্যরা কর্ডন করে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ থাকবে না।

তবে আজ এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর নজরে এসেছে।

আইএসপিআর জানায়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।


আমার বার্তা/এল/এমই